English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৪:২৫

বিচারপতি অপসারণে আইন অনুমোদন

অনলাইন ডেস্ক
বিচারপতি অপসারণে আইন অনুমোদন

জাতীয় সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে তদন্তের জন্য ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

শফিউল বলেন, ‘সংবিধানের দায়বদ্ধতা থেকে এ আইনটি করা হচ্ছে। মূলত বিচারপতিদের অসদাচরণ ও অসামর্থ্যের বিষয়টি আইনে আনা হয়েছে। এখানে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত কোন বিষয় নেই।’

খসড়া আইনে বিচাপতিদের অভিযোগের বিষয়ে তদন্তে দু’টি কমিটির কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণের (অভিশংসনের) ক্ষমতা সংসদের হাতে দিতে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’ করেছে সরকার। সেখানে এ আইনটি করার বিষয়টি বলা হয়েছে।