English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:০৭

কাশিমপুর কারাগারে সন্ত্রাসী হামলা, গুলিতে প্রধান কারারক্ষী নিহত

গাজীপুর প্রতিনিধি:
কাশিমপুর কারাগারে সন্ত্রাসী হামলা, গুলিতে প্রধান কারারক্ষী নিহত
গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকে গুলিতে নিহত প্রধান কারারক্ষী রুস্তম আলী

গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটকে সন্ত্রাসী হামলায় প্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে দুই মোটরসাইকেল আরোহীর অতর্কিতে ছোড়া গুলিতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে (সন্দেহভাজন) আটক করা হয়েছে।

ডেপুটি কারারক্ষী মোহাম্মদ মামুন জানিয়েছে, মূল ফটকের সামনে তাকে গুলি করে হত্যা কর‍া হয়েছে বলে শুনেছি।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে দুই আরোহী গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকে গুলি ছোড়ে। এতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন।