English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ০৯:৫৩

‘ভ্রষ্টাচার নয়, শুদ্ধাচার অনুসরণ করুন’

অনলাইন ডেস্ক
‘ভ্রষ্টাচার নয়, শুদ্ধাচার অনুসরণ করুন’

ভ্রষ্টাচার পরিহার করে শুদ্ধাচারের মাধ্যমে সততা ও জনসেবকের প্রতীক হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণই দেশের মালিক। সরকারি কর্মচারিদের বুঝতে হবে, তারা জনগণের কর্মচারি মাত্র। জনগণকে সেবা দিতে ও গণমাধ্যমকে তথ্য দিতে তৎপর থাকতে হবে। গণতন্ত্র ও গণমাধ্যমের মাঝে সেতুবন্ধ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনি দ্রুততারও দাবি রাখে।

হাসানুল হক ইনু আজ রবিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

জবাবদিহিতা, স্বচ্ছতা, সততা ও নৈতিকতানির্ভর জনসেবার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি, খারাপ ব্যবহার, তথ্য প্রদানে অনীহা, ফাইল আটকে রাখা, আইন অমান্য করা এবং সেবাপ্রার্থীকে অহেতুক অপেক্ষা করিয়ে রাখার মতো অনৈতিক কাজ থেকে সকল স্তরের কর্মচারিদের বিরত রাখার উদ্দেশ্যেই শুদ্ধাচারের প্রবর্তন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।’

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমদ, শাহজাদী আঞ্জুমান আরা, রোকসানা মালেকসহ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। খবর:বাসস।