English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ২০:৫২

পহেলা মে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা অকার্যকর থাকবে

অনলাইন ডেস্ক
পহেলা মে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা অকার্যকর থাকবে
৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে, পহেলা মে সকল অনিবন্ধিত সিম তিন ঘণ্টার জন্য অকার্যকর থাববে বলে জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।  
রোববার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব থেকে এয়ারটেল এর সচেতনতা মূলক র‌্যালি শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়ে এ র‌্যালির আয়োজন করা হয়। প্রেসক্লাব থেকে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গিয়ে র‌্যালি শেষ হয়। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, প্রথমদিন তিন ঘণ্টা অকার্যকর থাকার দুই একদিন পর আবার কিছু সময় অনিবন্ধিত সিম অকার্যকর থাকবে। এভাবে এক সময় সিমটি একেবারেই অকার্যকর হয়ে যাবে। তারানা হালিম বলেন, বাংলাদেশের নাগরিকরা বিদেশে যারা বসবাস করে তাদের জন্য আজকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তত পক্ষে একবছর তাদের সিমটি অন্য কোথাও যেন বরাদ্দ না দেওয়া হয়। যেন তারা এক বছরের মধ্যে সিমটি নিবন্ধন করে নিতে পারে। তিনি বলেন, জাতীয় পত্রে ভুল থাকার কারণে যারা নতুন করে জাতীয় পরিচয়পত্র করতে দিয়েছেন, তাদের ও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে কোনও অসুবিধা হবে না। তারা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে যে আবেদন করেছেন, সেই আবেদনের নাম্বার দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেল এর সিইও পিডি শর্মা ও রুবাবা দৌলা মতিনসহ এয়ারটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।