English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:৩৫

জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু

ষ্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু
সংসদ অধিবেশন ফাইল ফটো

জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

এর আগে গত ৩০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন।

এদিকে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলমান অধিবেশন ৫ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। চলতি অধিবেশনে উত্থাপনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬,পাট বিল-২০১৬ এবং চা বিল- ২০১৬।

এর বাইরে গত নবম অধিবেশন পর্যন্ত আসা ২৫টি বিল সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।