English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:১৮

চলতি বছর চাল ৩২, ধান ২৩ টাকা দরে কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর চাল ৩২, ধান ২৩ টাকা দরে কিনবে সরকার
বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আগামী ৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ধান ও চাল কেনা। চলতি মৌসুমে সরকার প্রতি কেজি চাল ৩২ এবং ধান ২৩ টাকা দরে কিনবে।  

আজ রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী জানান, এবার ১৩ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। সরসারি কৃষদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন বরো ধান ও ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।