English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১১:৫০
আ’লীগ ৩৯০, বিএনপি ৫৮ স্বতন্ত্র ১৫০

তৃতীয় ধাপেও ক্ষমতাসীনদের আধিপত্য

অনলাইন ডেস্ক
তৃতীয় ধাপেও ক্ষমতাসীনদের আধিপত্য

তৃতীয় ধাপে দেশের বিভিন্ন জেলার ৬১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ, গুলি, ভোট বর্জন, আতঙ্কের মধ্য দিয়ে শেষ হয় এই ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।

এদিকে নির্বাচন অফিস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে রাত সোয়া ৩টা পর্যন্ত প্রাপ্ত ৬১৪টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগ ৩৯০টিতে, বিএনপি মনোনীত প্রার্থী ৫৮টিতে, জাতীয় পার্টি ১৩টিতে এবং ১৫০টি ইউনিয়নে অন্যান্য প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ২৫জন চেয়ারম্যান।

এ ধাপে ৬৮৭টি ইউপি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলেও সীমানা সংক্রান্ত জটিলতা, উচ্চ আদালতের চলমান মামলাসহ নানা সমস্যার কারণে সর্বশেষ তথ্য অনুযায়ী ৭১টি ইউনিয়নে আগেই ভোট স্থগিত করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকেই এবারও ব্যাপক অনিয়ম আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের মারধোর কেন্দ্রে যেতে বাধা, হত্যার হুমকিসহ নানা অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বিতর্কিত করতে শুরু থেকেই একে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিয়েছিল বিএনপি। নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ে, মনোনয়ন প্রদানে তাদের কোনো আগ্রহ ছিল না। যেহেতু বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে, তাই বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থী থাকে। তাই বিএনপি তাদের কাঁধে ভর করে নির্বাচনে গোলযোগ সৃষ্টির চক্রান্তে লিপ্ত।   তৃতীয় ধাপে ৬১৪ টি ইউনিয়নে ৫৫২৬ টি কেন্দ্রে শনিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতগুলো কেন্দ্রের মধ্যে ২-১টি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই নগন্য। যা শূন্য শতাংশের মধ্যেই আসে।

অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ বলা হয়েছে প্রথম দুই ধাপের তুলনায় এবারের নির্বাচন কিছুটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। কমিশন আশাকরে আগামী ধাপগুলোতে এই ধারা অব্যহত থাকবে।