English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ০১:৫১

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে বিচ্ছিন্ন ঘটনা কম ঘটেছে

অনলাইন ডেস্ক
ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে বিচ্ছিন্ন ঘটনা কম ঘটেছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে আগের তুলনায় খুবই কম বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দীন আহমদ।

শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সিইসি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক ভোটারের ভোটদানের মধ্য দিয়ে আজ (শনিবার) ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ৬১৪টি কেন্দ্রের ভোট হয়েছে। তৃতীয় পর্যায়ের এ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে তা আগের তুলনায় খুবই কম।’

তিনি বলেন, ‘তৃতীয় ধাপের ৬ হাজার ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে বিধিবহির্ভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।’

এর আগে ইউপি নির্বাচনের ১ম ধাপের ৬৫টি ভোটকেন্দ্রে ও দ্বিতীয় ধাপে ৩৭টি ভোটকেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ছাড়া এবার নির্বাচন সম্পন্ন হয়েছে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সঙ্গে ইসি বৈঠক করে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছিল উল্লেখ করে রকিবউদ্দীন বলেন, ‘আজ একটি কেন্দ্র দখলের সময় দুজন আনসার আহত হয়েছেন। কারচুপির অভিযোগ দুজন সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।’

গোলযোগের কোনো ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি।

ইউপিতে এবার ছয় ধাপে ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ প্রথম ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়েছে। আজ ২৩ এপ্রিল ভোটের পর আরও তিন ধাপের ভোট বাকি রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, আবু হাফিজ, ইসি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।