English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১৯:৫৮

‘বাঁশখালী হত্যাকাণ্ডের দায় জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে’

ষ্টাফ রিপোর্টার
‘বাঁশখালী হত্যাকাণ্ডের দায় জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে’

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড.তৌফিকী এলাহী চৌধুরী যেভাষায় বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারীদের পক্ষে কথা বলেছেন এজন্য ‘পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর দায় তাকেই নিতে হবে’। বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

শুক্রবার দুপুরে রাজধানীতে পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “বাঁশখালীর হত্যাকাণ্ড এমনিতে হয়নি, এর পেছনে অনেকের ষড়যন্ত্র আছে। আর এখন তোতা পাখির মতো করে কথা বলা হচ্ছে। এভাবে মানুষকে বোকা বানানো যাবে না, এ খুনের দায়-দায়িত্ব জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে। সরকার ভাড়াটিয়া খুনীদের দিয়ে নিরীহ জনগণকে হত্যা করে সেখানে ভীতির রাজত্ব কায়েম করতে চায়।”

ক্ষমতাসীনরা গায়ের জোরে সুন্দরবনে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চক্রান্ত করছে বলে সভায় অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ। “কয়দিন পরপর সুন্দরবনে আগুন লাগার পেছনে সরকারের চক্রান্ত আছে। তারা বন ধ্বংস করে জমি ফাঁকা করতে চায়, যেন সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানাতে আপত্তি না থাকে।”

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার ‘পরিবেশ বিধ্বংসী’ এই ধরণের কার্যক্রমে হাত দিচ্ছে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কলামিস্ট আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।