English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১৯:৪১

শ্রমিক ধর্মঘটে অচল দেশের নৌ-যোগাযোগ

অনলাইন ডেস্ক
শ্রমিক ধর্মঘটে অচল দেশের নৌ-যোগাযোগ

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে কার্যত অচল হয়ে পড়েছে দেশের নদী বন্দরগুলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১৫ দফা দাবিতে ধর্মঘট শুরু করে শ্রমিকরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, ধর্মঘট চলাকালীন যাত্রীবাহী, মালবাহী, বালুবাহী ও তেলবাহীসহ সব ধরনের নৌযান চলাচলই বন্ধ রয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

এদিকে ধর্মঘটের ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ সরিয়ে নেয়া হয়েছে। ফলে যেদেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে মুখে।

রাজধানীর সদর ঘাট টার্মিনালে দেখাগেছে অসংখ্য মানুষ লঞ্চের অপেক্ষায় আছেন। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য আগামীকাল বিকাল ৪টায় একটি বৈঠক আহ্বান করা হয়েছে।

নৌযানশ্রমিকদের ন্যূনতম মজুরি ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌপথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে সারা দেশে এই নৌ-ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন চৌধুরী আশিকুল আলম।