English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১১:৩৬

সহিংসতার আশঙ্কার মধ্যেই ৬২০ ইউপিতে নির্বাচন আগামীকাল

ষ্টাফ রিপোর্টার
সহিংসতার আশঙ্কার মধ্যেই ৬২০ ইউপিতে নির্বাচন আগামীকাল

হামলা, সহিংসতা ও শঙ্কার মধ্যে আগামীকাল শনিবার দেশের ৬২০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল পাঠিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসারের সদস্যরা।

নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিল থাকবে।

এছাড়া চিকিৎসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

এদিকে গতকাল বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী, এজেন্ট এবং তাদের কর্মী-সমর্থকদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। এসময় নির্বাচনে অনিয়ম ও সহিংসতার জন্য জনতার আদালতে নির্বাচন কমিশনারদের বিচার করা হবে বলেও তিনি জানান।

আগামীকাল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ইতোমধ্যে ৬২ জন, দ্বিতীয় ধাপে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।