English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ০৮:৫৯

পঞ্চম ধাপে ৭৩৩ ইউপিতে ভোট ২৮ মে

ষ্টাফ রিপোর্টার
পঞ্চম ধাপে ৭৩৩ ইউপিতে ভোট ২৮ মে
ইউপি নির্বাচন লোগো

পঞ্চম ধাপে ৭৩৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন ২৮ মে। বৃহস্পতিবার এ ধাপের ভোটের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ৭৩৩ ইউপিতে ভোট হবে আগামী ২৮ মে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ মে; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মে।

উল্লেখ্য, এবার সারাদেশে ইউপি ভোট হচ্ছে ছয় ধাপে। গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপির ভোট হয়। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২০ ইউপির ও ৭ মে চতুর্থ ধাপে ৭৪৩ ইউপির ভোট হবে। আগামী ৪ জুন শেষ ও ষষ্ঠ ধাপে ভোট হবে ৬৬০টি ইউপিতে। ইসি গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ১৫ মার্চ তৃতীয় ধাপের ও ২৭ মার্চ চুতর্থ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে।