English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৯:২৬

পিএসসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ড. সাদিক

ষ্টাফ রিপোর্টার
পিএসসির নতুন চেয়ারম্যান হচ্ছেন ড. সাদিক
ড. মোহাম্মদ সাদিক

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন ড. মোহাম্মদ সাদিক। বর্তমানে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে ড. সাদিককে পিএসসির চেয়ারম্যান প্রস্তাব পাঠানো হয়েছে। এখন তা প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০১৪ সালের ৩ নভেম্বর পিএসসির সদস্য পদে যোগদানের আগে সরকারের শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. সাদিক। শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন।

তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন। সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এএইচ কলেজের প্রভাষকও ছিলেন ড. মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিকের জন্ম ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর। তিনি আশির দশকের একজন স্বনামধন্য কবি ও গবেষক। ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নাগরী ভাষা ও লিপির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।