English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৭:৪৫

সুনির্দিষ্ট কারণেই শফিক রেহমানকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
সুনির্দিষ্ট কারণেই শফিক রেহমানকে গ্রেফতার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইলের নাগরপুরে নবনির্মিত ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন কাউকে গ্রেফতার করি তখন কোনো না কোনো সুনির্দষ্টি কারণেই গ্রেফতার করি। শফিক রেহমান নিজেও স্বীকার করেছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তবে তদন্তাবস্থায় আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। তদন্ত শেষ হলে শীঘ্রই উনার সংশ্লিষ্টতার কথা বের হয়ে আসবে।

এসময় মন্ত্রী আরও বলেন,  শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে বিএনপি অনেক কথাই বলে। তারা ভোটের আগেই বলে ভোট কারচুপি হয়েছে। কিন্তু নির্বাচনে জয় লাভ করলে বলে ভালো নির্বাচন হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে দুই/তিনজনের জড়িত থাকার কথা জানা গেছে। শীঘ্রই এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

তনু হত্যার প্রসঙ্গে তিনি বলেন,  'মামলাটি সিআইডি তদন্ত করছে। অতি শীঘ্রই হত্যার রহস্য উন্মোচিত হবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নতুন ভবনের  উদ্বোধন করেন। পরে তিনি নাগরপুর থানা ভবনের উদ্বোধন করেন। পরে উপজেলা মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।