English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৭:৩৩

১৫০ টন জাটকা জব্দ

অনলাইন ডেস্ক
১৫০ টন জাটকা জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে অভিযান চালিয়ে তিনটি জাহাজ থেকে প্রায় ১৫০ টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২০ এপ্রিল) রাতভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নাজ মঈন, রিলায়েন্স-১ ও সানিয়া-২ নামের তিনটি জাহাজ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাঝি মাল্লারা সবাই পালিয়ে যায়। তবে তিনটি জাহাজের নিরাপত্তারক্ষী, ক্রুসহ ১১ জনকে নজরদারিতে রাখা হয়েছে।
তিনি জানান, তিনটি জাহাজের কোল্ড স্টোরেজে ১৫০ টন জাটকা পাওয়া যায়। এর মধ্যে নাজ মঈন জাহাজ থেকে ৫০ টন, রিলায়েন্স-১ থেকে ৩০ টন ও সানিয়া-২ থেকে ৭০ টন জাটকা জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়- উল্লেখ করে ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে র‌্যাব, নগর পুলিশ, মৎস্য অধিদফতর, সামুদ্রিক মৎস্য দফতর, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহযোগিতা করে।