English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ০৮:৫৭

৩ মে ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৩ মে ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী
কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ

কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ তিনদিনের সফরে ঢাকা আসছেন। আগামী ৩ মে তার আসার কথা রয়েছে। কুয়েতের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীসহ ৫০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কয়েকটি চুক্তি সই হতে পারে। 

গতকাল বুধবার কুয়েতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তাসহ সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। 

কুয়েতের প্রধানমন্ত্রী বিশেষ বিমানে ৩ মে বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। পরদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পরই চুক্তিগুলো সই হবে। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী তার সম্মানে দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।  এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কুয়েতের প্রধানমন্ত্রীর এবারের সফরটি হচ্ছে। বাংলাদেশ সফর শেষে তিনি পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান ও হংকং যাবেন। কুয়েতে প্রায় এক লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে, এর মধ্যে অন্তত চার হাজার দক্ষ শ্রমিক। উপসাগরীয় যুদ্ধের পর কুয়েতের পুনর্গঠনে বাংলাদেশের ভূমিকা রয়েছে।