English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ২৩:২৭

মধ্যরাত থেকে সারাদেশে নৌযান ধর্মঘট

ষ্টাফ রিপোর্টার
মধ্যরাত থেকে সারাদেশে নৌযান ধর্মঘট
সদর ঘাট নৌ টার্মিনাল ফাইল ফটো

১৫ দফা দাবিতে গত এক বছরে বেশ কয়েক দফার পর আজ থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।

  বুধবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হবে বলে দুই সংগঠনের নেতারা বুধবার সন্ধ্যায় জানিয়েছেন। এই দাবিতে গত এক বছরে কয়েক দফা ধর্মঘটের মতো কর্মসূচি দিয়ে আবার সরকারের আশ্বাসে তা থেকে সরেও আসে তারা।   নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, আমাদের শ্রমিকরা বর্তমানে ৪ হাজার ১০০ টাকা বেতন পায়। আমরা চাচ্ছি যে বর্তমান বাজার মূল্যসহ আনুষঙ্গিক খরচ বিবেচনা করে তা ৮ হাজার ২৫০ টাকা করা হোক।   ২৬ জানুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘তিনি তখন আমাদেরকে একমাস সময় নিতে বলেছিলেন। কিন্তু আমরা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সেখানে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।   জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, রাত ১২টা থেকে যাত্রীবাহী ও মালবাহী কোনো জাহাজ চলবে না।