English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১০:১৩

আসক থেকে অব্যাহতি নিলেন সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক
আসক থেকে অব্যাহতি নিলেন সুলতানা কামাল
সুলতানা কামাল

আইনি সহায়তা প্রদানকারী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

গতকাল মঙ্গলবার সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান বিয়ষটি নিশ্চিত করেছেন।  

এদিকে সংস্থাটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানা কামালের ইস্তফা গত ৩১ মার্চ থেকে কার্যকর হয়েছে।

তাই দাপ্তরিক কাজে এখন থেকে সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে কী কারণে সুলতানা কামাল আসক থেকে অব্যাহতি নিয়েছেন তা জানতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে আসক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে দেখিয়ে ইস্তফা দিয়েছেন।

আসকের অপর একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনা কারণে সরকারের নানা মুখি চাপে আছেন সুলতানা কামাল। কি ধরনের চাপ সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন সূত্রটি।