English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ০৯:৫৩

জয়ের প্রশ্ন আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?

অনলাইন ডেস্ক
জয়ের প্রশ্ন আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?
জয় ফাইল ফটো

সাংবাদিক শফিক রেহমানের বাসায় এফবিআইয়ের গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় এ দাবি করেন।

জয় তাঁর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সঙ্গেও তার কয়েকটি মিটিং হয়েছে।’

জয়ের প্রশ্ন, ‘এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’