English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৮:০৭

তনু হত্যার তদন্তে আবারও কুমিল্লায় সিআইডি

অনলাইন ডেস্ক
তনু হত্যার তদন্তে আবারও কুমিল্লায় সিআইডি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী  সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আবারও কুমিল্লা এসেছে  ঢাকার সিআইডির বিশেষ দল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে তনু লাশ উদ্ধারের স্থল  ক্যান্টনমেন্ট সেনানিবাসী যায় সিআইডি টিম।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির কুমিল্লা - নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, ‘সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা এখন সেনানিবাসে রয়েছি। মামলার বিষয়ে নানা তথ্য ও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’