English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১২:৩৪

এলপিজি টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষর করল ভারত-বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
এলপিজি টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষর করল ভারত-বাংলাদেশ
এলপিজি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বন্দরনগরী চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) টার্মিনাল নির্মাণে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও ভারতের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, ইস্টার্ন রিফাইনারির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) টার্মিনাল নির্মিত হলে ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করা হবে। এ ছাড়া এই টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ সরবরাহ আরো দ্রুততর হওয়ার পাশাপাশি দেশের চাহিদা পরিপূর্ণ মেটানো সম্ভব হবে।

এর আগে সোমবার ঢাকার হোটেল রেডিসনে মন্ত্রী পর্যায়ে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।