English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৯:০৬

তনু হত্যাকাণ্ডের রিট কার্যতালিকা থেকে বাদ

অনলাইন ডেস্ক
তনু হত্যাকাণ্ডের রিট কার্যতালিকা থেকে বাদ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ এপ্রিল) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত বলেছে তনু হত্যার মামলা তদন্ত চলমান রয়েছে। তাই রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হাইকোর্টের অন্য বেঞ্চে এই রিট আবেদনটি পুনরায় উপস্থাপন করা হবে বলেও জানান এ আইনজীবী।

এরআগে গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের আটকের নির্দেশনা চাওয়া হয়। রিটে হত্যাকারীদের আটকে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

পাশাপাশি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।