English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৮:৫০

চিত্রশিল্পী হাশেমের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
চিত্রশিল্পী হাশেমের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের ৭৫তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ শুভেচ্ছা পৌঁছে দেন শিল্পীকে।

হাশেম খানের জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত আনন্দ উৎসবে তার কাছে এ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। এসময় শিল্পীও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

হাশেম খান ১৯৪৬ সালের এই দিনে চাঁদপুরের শেখদি গ্রামে জন্ম নেন। মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা অসামান্য। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত করেছে।