English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১৭:০০

‘বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’

ষ্টাফ রিপোর্টার
‘বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার প্রকাশকে দেশী-বিদেশী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বাংলাদেশে আইএসের অস্তিত্ব না থাকলেও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।   এর আগে বুধবার আইএস-এর মুখপত্র 'দাবিক' ম্যাগাজিনে জঙ্গি গোষ্ঠীটির কথিত বাংলাদেশ শাখার প্রধান হিসেবে অজ্ঞাত পরিচয়ের শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের নাম ঘোষণা করা হয়।   ম্যাগাজিনটিতে আবু হানিফের একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়। এতে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধের কথা ব্যাখ্যা করে ভবিষ্যতে হিন্দু ভারত এবং বৌদ্ধ বার্মার বিরুদ্ধে কথিত জিহাদ পরিচালনার কথা বলেন। মুসলিম হত্যার প্রতিশোধ এবং ওই অঞ্চলে আইএসের খিলাফত প্রতিষ্ঠাই এই জিহাদের লক্ষ্য বলে তিনি জানান।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার প্রকাশ দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ।