English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ০১:১০

‘ষোলআনা বাঙালি সাজে বার্নিকাট’

অনলাইন ডেস্ক
‘ষোলআনা বাঙালি সাজে বার্নিকাট’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট ‘ষোলআনা বাঙালি’ সাজে বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।বৃহস্পতিবার সকালে মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে বার্নিকাট ও দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিলের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে বার্নিকাটকে লাল শাড়ি পরে মাটির সানকিতে ভাত-ইলিশ মাছ-ভর্তা-সালাদ খেতে দেখা যায়।

ছবির ক্যাপশনের শুরুতে বাংলায় লেখা হয়েছে, ‘শুভ নববর্ষ, বাংলাদেশ!’ এরপর ইংরেজিতে লেখা হয়, ‘সবাইকে বাংলা নবর্বষের শুভেচ্ছা। বার্নিকাট ও মিল ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করছেন।’ ক্যাপশনে সবাইকে নববর্ষের অভিজ্ঞতা জানানোর আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সঙ্গে শেয়ার করুন!’