English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৪:১৭

‘মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না’

অনলাইন ডেস্ক
‘মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না’

মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে যার যার ধর্ম সে পালন করবে, এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই ধর্মে অন্য কোনও ধর্মের ওপর আঘাত দেওয়ার কথা বলা হয়নি। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর উক্তি ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা’ উক্তিটিও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব, তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জনগণের সহযোগিতাও কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মুসলমান তার পাশাপাশি বাঙালি জাতি। বাঙালি হিসেবেই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সে কথা ভুললেও চলবে না। আর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির উৎসব এই উৎসব উদযাপন দেশের সব ধর্ম-বর্নের মানুষের। প্রতিটি দেশ বা জাতি তার নিজস্ব জাতিসত্ত্বা ও ভৌগলিক সীমারেখার দিয়ে পরিচিত হবে, তাতে তার ধর্মীয় পরিচয়ের কোনও বাধা থাকে না। আরবীয়, কুয়েতি, ফিলিস্তিনিরাও যেমন মুসলমান আমরা বাঙালির একটা বড় অংশ মুসলমান। শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।