English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৩:২৫

বাংলা নববর্ষে জন কেরির শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
বাংলা নববর্ষে জন কেরির শুভেচ্ছা
জন কেরি

বিশ্বের বিভিন্ন স্থানের বাঙালিদের বাংলা নববর্ষ ১৪২৩ এর শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার এক বিবৃতিতে জন কেরি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা। নববর্ষ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারতসহ সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সঙ্গে আমরাও উদ্বেলিত।’

কেরি বলেন, পয়লা বৈশাখ বাঙালিদের নতুন বছর হিসেবে পরিচিত। আর নববর্ষ হচ্ছে নবযৌবন ও পুনর্মিলনের সময়। পুরোনোকে ভুলে পরিবার ও বন্ধুদের নিয়ে বাঙালিরা সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ী হয় এই দিনে।

কেরি বলেন, বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে হাজারো বাঙালি আমেরিকানদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পয়লা বৈশাখ একটা সুযোগ। সবশেষে কেরি বলেন, ‘আমরা আশা ও প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করলাম। শুভ নববর্ষ।’