English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১০:৩৮

আজ বিকেল ৫টার পর কোনো অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আজ বিকেল ৫টার পর কোনো অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ফটো

ঢাকা: আজ বিকেল ৫টার পর উম্মুক্ত স্থানে পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান আয়োজন ও যোগ না দিতে সবার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় বৈশাখী উৎসব পরিদর্শন শেষে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে রমনা পার্ক এলাকা, টিএসসি, শাহবাগসহ এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে সকলেই নববর্ষ বরণ উপভোগ করতে পারেন। সেই যাথে জনসাধারণের যাতায়াতের জন্য গাড়ী পাকিংসহ প্রয়োজনী সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন, ডিএমপি’র পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।