English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ২০:০১

রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূ-কম্পন অনুভূত

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূ-কম্পন অনুভূত

রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার (১৩এপ্রিল) সন্ধ্যা ৭.৫৬ মিনিটে এই তীব্র ভূকম্পন অনুভূত হয়। এরমাত্রা ছিলো ৭। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে মায়ানমারে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১২০ কিলোমিটার।

এদিকে ভূ-কম্পন অনুভূত হবার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। অপরদিকে, একই সময়ে ভারত, নেপাল ও পাকিস্তানেও ভূমিকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।