English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৯:২৯

বৈশাখী কনসার্টে গাইবেন সাঈদ খোকন!

অনলাইন ডেস্ক
বৈশাখী কনসার্টে গাইবেন সাঈদ খোকন!
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন

পহেলা বৈশাখের মঞ্চে গান গাইবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। আগামীকাল (১৪ এপ্রিল) ধানমন্ডি ৮ নম্বরের কলাবাগানে লেফটেন্যান্ট শেখ জামাল মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘রাঙানো বৈশাখ’ শিরোনামের অনুষ্ঠান। এতে গান গেয়ে শোনানোর আগ্রহ প্রকাশ করেছেন মেয়র নিজে।

অনুষ্ঠানে আরো গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড।   অনুষ্ঠানের আয়োজক ও ইভেন্টম্যানেজমেন্ট কোম্পানির সিইও খান মুহান্মদ বদরুদ্দীন জানিয়েছেন, এ অনুষ্ঠানের চমক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তিনি কনসার্টে ঢাকাবাসীর উদ্দেশে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে একটি গান গেয়ে শোনানোর আগ্রহ প্রকাশ করেছেন।

এদিন ভোর সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।