English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৮:১৯

সুন্দরবনে আগুন

অনলাইন ডেস্ক
সুন্দরবনে আগুন
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাছে নাংলী এলাকায় ফের আগুন লেগেছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বনের ভেতর এ আগুনের সূত্রপাত হয়।
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজি মতিয়ার রহমান আগুন লাগার সত্যতা  নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও বনবিভাগের কর্মীসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
 
গত ২৭ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের একই এলাকয় আগুন লাগার ঘটনা ঘটে।