English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ০৯:৫৫

আজ চৈত্রসংক্রান্তি, বাংলা ১৪২২ বঙ্গাব্দের শেষ দিন

অনলাইন ডেস্ক
আজ চৈত্রসংক্রান্তি, বাংলা ১৪২২ বঙ্গাব্দের শেষ দিন
চৈত্র সংক্রান্তির আল্পনায় চিত্রশিল্পী: ফাইল ফটো

প্রকৃতির অমোঘ নিয়মে বিদায় নিচ্ছে বাংলা বঙ্গাব্দের আরও একটি বছর। আজ ৩০ চৈত্র ১৪২২ বঙ্গাব্দের শেষ দিন। আজ বাঙালির বর্ষবিদায়ের দিন চৈত্রসংক্রান্তি। চৈত্রের শেষ দিন।

বসন্তকে বিদায় জানিয়ে আসবে নতুন বছর। একদিন পরেই সারাবাংলা বরণ করবে বাংলা সন ১৪২৩ কে। বৈশাখ আসবে নতুন দিনের বার্তা নিয়ে। আবহমানকাল থেকে নানা লোকাচার উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে আসছে বাংলাদেশের মানুষ। বাংলা সন ১৪২২ তার শেষ গান গেয়ে শান্তি আর সুখের বারতা দিয়ে বিদায় নেবে আজ। এই দিনটির মূল আয়োজন গ্রামে হলেও নাগরিক সভ্যতায়ও এখন চৈত্রসংক্রান্তির সংস্কৃতিতে এর কদর এখন যথেষ্ট। শেকড় সন্ধানী মানুষ বর্ণাঢ্য আয়োজনে আজ উদযাপন করবে চৈত্রসংক্রান্তির পার্বণ। একই সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করবে সারা দেশ।

সারাদেশের মতো রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুধবার নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন করবে। বর্ষবিদায়ের বড় আয়োজনটি যৌথভাবে করছে চ্যানেল আই ও সুরের ধারা। চৈত্র সংক্রান্তির আয়োজন সাজানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান দিয়ে। এসব আয়োজনে সুরের ধারার শিল্পীরা ছাড়াও অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চৈত্রসংক্রান্তীর অনুষ্ঠান আয়োজন করেছে আবৃত্তি সংগঠন হরবোলা। সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, নাচ, গান। এছাড়াও বিভিন্ন সংগঠনের আয়োজনে রাজধানী জুড়ে রয়েছে চৈত্রসংক্রান্তীর বেশ কিছু অনুষ্ঠান।