English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ২০:৪০

বিনামূল্যে পানি-পাখা বিতরণ করবে র‌্যাব

অনলাইন ডেস্ক
বিনামূল্যে পানি-পাখা বিতরণ করবে র‌্যাব

তীব্র গরমে নববর্ষ পালনে যাতে কষ্ট না হয় তাই বিনামূল্যে পানি ও হাত পাখা বিতরণ করবে এলিট ফোর্স- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে এ কথা জানান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যের এ দিনটিতে রাজধানীতে উৎসবের আমেজ বিরাজ করে। এবারের নববর্ষে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা বেশি। এই গরম যাতে নগরবাসীর আনন্দকে ম্লান করতে না পারে তার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও সহযোগিতায় থাকবে। নগরবাসীর পিপাসা মেটাতে বিনামূল্যে পানি ও হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাপও বিতরণ করা হবে।

তিনি বলেন, কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র‌্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।