English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০০:৩৭

মিরপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ

ষ্টাফ রিপোর্টার
মিরপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক কনস্টেবলের গুলিতে অপর এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (২২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল নয়টা থেকে আন্দোলনে নামেন রূপনগর এলাকায় অবস্থিত মিল্ক ভিটার কর্মচারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মিল্ক ভিটার সামনে পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পিওএম) একটি দল অবস্থান নেয়। বেলা পৌনে দুইটার দিকে অসাবধানতাবশত কনস্টেবল তরিকুলের শর্টগান থেকে একটি গুলি বের হয়ে হাবিবুরের পায়ে লাগে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে গুলিবিদ্ধ হয়। পরে হাবিবুরকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি বলেন, তরিকুলের দায়িত্বে অবহেলা ও অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  আমরা একটি প্রতিবেদন দিয়েছি। বিষয়টি তদন্ত হবে বলে জানান তিনি।