English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ০৯:১৩

খুলনায় ফের পাটকল শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
খুলনায় ফের পাটকল শ্রমিকদের অবরোধ
ফাইল ফটো

বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা ফের সড়ক ও রেলপথ অবরোধ করেছে। আজ সোমবার (১১এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া তাদের এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তৃতীয় দফায় তারা ফের সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

দেখা গেছে, অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন খুলনা এলাকার কয়েক হাজার পাটকল শ্রমিক। আজও অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন।

অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ  রয়েছে।

উল্লেখ, পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাট খাতে প্রয়োজনীয় অর্থছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে  এ আন্দোলন করছে তারা। শ্রমিক নেতারা হুঁশিয়র করে দিয়েছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত রোববার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে লাগাতার ধর্মঘটের পাশাপাশি এ অবরোধের ডাক দেওয়া হয়।