English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৭:৩২

বিশ্ব অটিজম দিবসে বিজিবির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব অটিজম দিবসে বিজিবির আলোচনা সভা

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সদর দফতর পিলখানায় রোববার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) প্রধান পৃষ্ঠপোষক (বিজিবি মহাপরিচালকের স্ত্রী) বেগম দিলশাদ নাহার আজিজ প্রধান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।   আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌফিকুল হাসান সিদ্দিকী। এছাড়া শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল ইসমত আরা বেগম ও মনোবিজ্ঞানী নাঈমা ইসলাম (চয়ন) আলোচনায় অংশ নেন।    অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম দিলশাদ নাহার আজিজ বিজিবি পরিবারের বিশেষ শিশুদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।   পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং বিজিবি পরিবারের বিশেষ শিশু ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।