English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ২০:২৮

‘দু-একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ধ্বংস নয়’

ষ্টাফ রিপোর্টার
‘দু-একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ধ্বংস নয়’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

‘গণতন্ত্র কাঁচের গ্লাস নয় যে, ব্লগার হত্যা বা দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্মরণ সভার আয়োজন করে ডিআরইউ।

হাসানুল হক ইন বলেন, ‘গণতন্ত্র কাঁচের গ্লাস নয়। এটি মজবুত ব্যাপার। ব্লগার হত্যা বাদু'একটি বিচ্ছিন্ন ঘটনায় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। এই রকম হাজারো বিবৃতি আমি দিতে পারি। যখন আপনাদের টুইনটাওয়ারে হামলায় এক সঙ্গে ৫ হাজার মানুষ নিহত হয়েছিল তখন তো আপনাদের দেশ-ই ছিল না। তাহলে দুই একটি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে মন্তব্য করেন?’

বিদেশিদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আপনাদের দেশের তুলনায় অনেক বেশি নিরাপদ আছে। সন্ত্রাসবাদ ও জঙ্গি নির্মূলে বাংলাদেশ ইউরোপ-আমেরিকা থেকে অনেক এগিয়ে আছে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে  তথ্যমন্ত্রী বলেন, আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমে বড় ধরনের তহবিল গঠন করা হবে। যাতে আপনাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। খুব অল্প টাকায় আপনারা এর সদস্য হতে পারবেন।

এ সময় ডিআরইউ`র পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের ছেলের হাতে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, কল্যাণ সম্পাদক জিলানি মিলটন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম কামাল ও ডিআরইউ প্রাক্তন সভাপতি শফিকুল করিম সাবু প্রমুখ বক্তব্য রাখেন।