English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৯:৪৪

ঢাকা সাংবাদিক ফোরাম পুনর্গঠন

অনলাইন ডেস্ক
ঢাকা সাংবাদিক ফোরাম পুনর্গঠন

 

সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেনকে আহ্বায়ক এবং আহমেদ সেলিম রেজাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন সম্পাদক শাহীন চৌধুরী এবং ভানুরঞ্জন চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা।   সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিভিন্ন মিডিয়ায় যোগাযোগ করে সদস্য তালিকা চূড়ান্ত করাসহ সম্মেলনের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবীরের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় ওই সভায়।   আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, স্বপন সাহা, আব্দুল জলিল ভূঁইয়া, ফরিদা ইয়াসমীন, হাসান হাফিজ, মো. লুৎফর রহমান বীনু, আতাউর রহমান, আব্দুল হালিম চৌধুরী, মনির হোসেন লিটন, মো. মোমিন হোসেন, কল্যাণ সাহা ও অজিত কুমার রায়।   দীর্ঘদিন এই ফোরামের সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় থাকায় সংগঠনকে পুনরায় সক্রিয় করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।