English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৯:৩৫

তনু হত্যার অপরাধী গ্রেফতার না হলে দেশজুড়ে হরতার

অনলাইন ডেস্ক
তনু হত্যার অপরাধী গ্রেফতার না হলে দেশজুড়ে হরতার

 

সোহাগী জাহান তনু হত্যায় জড়িতের গ্রেফতার ও বিচারের দাবিতে সরকারকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। অন্যথায় পরের দিন সারা দেশে আধাবেলা হরতাল পালনের হুমকি দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন  ছাত্রঐক্যের নেতারা।

জোট দুটির সমন্বয়ক আশরাফুল আলম বলেন, তনু হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থার জন্য আমরা সরকারকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে সরকার যদি ব্যর্থ হয় তাহলে ২৫ এপ্রিল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে আধাবেলা হরতাল পালিত হবে।

পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁদের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন উল্লেখ করে আশরাফুল আলম বলেন, তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।