English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৪:২২

৩১মে’র মধ্যে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ রুল নিষ্পত্তির নির্দেশ

ষ্টাফ রিপোর্টার
৩১মে’র মধ্যে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ রুল নিষ্পত্তির নির্দেশ
বাড়িওয়ালা-ভাড়াটিয়া তথ্য সংগ্রহের ফরম

বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপির বিধিমালা নিয়ে জারি করা রুল আগামী ৩১ মের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ওই রুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয়। রুল নিষ্পত্তির জন্য আপিল বিভাগ বিষয়টি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে পাঠিয়েছে।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। অপরদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমান ও ব্যারিস্টার অনীক আর হক।

আদেশের পর একরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি বেঞ্চ রিট খারিজ করেছিল, আরেকটি বেঞ্চ রুল দেয়। একই বিষয়ে দুই রকম আদেশ চলতে পারে না। এ কারণে আমার রুলের আদেশ বাতিল চেয়ে আবেদনটি করি।’