English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১২:৫১

‘তেল দাম কমলে ভাড়াও কমবে’

অনলাইন ডেস্ক
‘তেল দাম কমলে ভাড়াও কমবে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরঃ ফাইল ফটো

তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়াও ১ পয়সা কমবে। এভাবে প্রতি লিটারে তেলের দাম যত টাকা কমবে, প্রতি কিলোমিটারে ভাড়াও তত পয়সা কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, তেলের দাম কমানোর আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে তেলের দাম কমানো হবে।