English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৯:৪৯

দেশের মানুষের জন্য কল্যাণকর সেটা করতে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষের জন্য কল্যাণকর সেটা করতে চাই: প্রধানমন্ত্রী
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঐতিহ্য রক্ষার চেয়ে মানুষের জীবন ও চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দেশের মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করতে চাই।
 
বুধবার প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় 'শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি' ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
 
তিনি বলেন, ঐতিহ্য সংরক্ষণের জন্য দরকার অনুযায়ী উন্নত প্রযুক্তি ব্যবহার করে সামলে রাখা যাবে। কিন্তু আমরা এর বাইরে পুরনো বিল্ডিংগুলি ভেঙ্গে সম্পূর্ণ নতুনভাবে যুগোপযোগী প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করতে চাই। ঢাকা মেডিকেলের পুরাতন ভবনগুলো ভেঙ্গে নতুন আদলে অত্যাধুনিকভাবে তৈরী করা হবে। কারন দেশের মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, 'অগ্নিকাণ্ড যেকোন সময় ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত মানুষ যাতে চিকিৎসা সেবা ভালভাবে পেতে পারে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন লোকবল বৃদ্ধি করা। উপযুক্ত জনবল তৈরীর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই এ প্রকল্পটি খুব দ্রুত প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
 
আমরা জায়গা দিয়েছি, অর্থ দিয়েছি এবং সেনাবাহিনীর হাতে আমরা প্রকল্পটা দ্রুত সম্পন্ন করার দায়িত্ব দিয়েছি। এখানে সেনা প্রধান উপস্থিত আছেন, তিনি আমাকে কথা দিয়েছেন অতি দ্রুত তিনি আমাকে এটা সম্পন্ন করে দেবেন। শেখ হাসিনা বলেন, এটি একটা ন্যাশনাল ইনস্টিটিউট হচ্ছে। ফ্লাইওভার বা ফুটওভার ব্রিজ করে এর সাথে বার্ন ইউনিটের একটা সংযোগ করে দিতে হবে যাতে রোগীরা সহজে এখানে আসা যাওয়া করতে পারে। ঢাকা মেডিকেলের বর্তমান বার্ণ ইউনিটে যারা আছেন তারা যেন উন্নত চিকিৎসা পান আবার ইনস্টিটিউটে যারা আছেন তারাও যেন সেখানে রোগীদের প্রয়োজনে সহজেই যাতায়াত করতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়দ সাঈদ খোকন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বার্ণ ইউনিট সমূহের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।