English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৯:১৪

'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' পেল যশোর বিমান ঘাটি

অনলাইন ডেস্ক
'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' পেল যশোর বিমান ঘাটি
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিকে 'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির কুচকাওয়াজ চত্বরে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। এর আগে রাষ্ট্রপতি বিমান বাহিনীর সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু। ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, 'মহান স্বাধীনতা যুদ্ধে বিমানবাহিনী সদস্যদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে।' এ ক্ষেত্রে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অবদানকে গভীরভাবে স্মরণ করেন।
 
রাষ্ট্রপতি বলেন, 'বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত একটি অসাম্প্রদায়িক ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। এজন্য বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে।
 
আমি আশা করি ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে শক্তিশালী ও কার্যকর বিমান বাহিনী হিসাবে গড়ে উঠবে'। এর আগে সকালে রাষ্ট্রপতি কুচকাওয়াজ স্থলে পৌঁছুলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ও বীরশ্রেষ্ঠ মতিউরের ঘাটি অধিনায়ক এয়ার কমোডর মফিকুল আলম তাকে স্বাগত জানান।