English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১২:২৫

দুদকের ৪৭৬ কর্মকর্তা-কর্মচারীকে চেয়ারম্যানের শোকজ

ষ্টাফ রিপোর্টার
দুদকের ৪৭৬ কর্মকর্তা-কর্মচারীকে চেয়ারম্যানের শোকজ
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় সেগুন বাগিচা

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ দায়িত্ব নেয়ার পর সংস্থাটি বিভিন্ন কার্যালয় পরিদর্শন শেষে তিন সপ্তাহের মধ্যে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ৪৭৬ শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পাঠিয়েছেন।

জানা গেছে, শোকজের কারণে দুদকে এক ধরনের ভীতি ও স্থবিরতা দেখা দিয়েছে। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেছেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাগিদাপত্র দেওয়া হয়েছে। এই শোকজের উদ্দেশ্য ভীতির সঞ্চার করা নয়, কমিশনের কাজে গতি আনা।

সূত্র জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ কার্যদিবসে অন্তত ৪৭৬টি শোকজ করা হয়েছে। দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, এসব শোকজের পর দুদকে দৃশ্যমান কিছু পরিবর্তন এসেছে। কাজের গতি যেমন বেড়েছে, তেমনি কর্মকর্তাদের আয়েশি ভাব কমেছে। কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণের প্রতিযোগিতাও তৈরি হয়েছে। তবে এর বিপক্ষেও বলেছেন কোনো কোনো কর্মকর্তা। তাঁদের মতে, শোকজের ফলে আপাতত কাজের গতি বাড়ছে মনে হলেও মূল কাজ অনুসন্ধান-তদন্তের গতি কমেছে।

গত ১৪ মার্চ দায়িত্ব নেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এরপর তিনি সংস্থাটির বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালেই বিভিন্ন অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করার নির্দেশ দেন সচিবকে।