English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১২:০২

অতীতের রীতি ভেঙে পরীক্ষার হলে উঁকি দিলেন শিক্ষামন্ত্রী!

ষ্টাফ রিপোর্টার
অতীতের রীতি ভেঙে পরীক্ষার হলে উঁকি দিলেন শিক্ষামন্ত্রী!
হলে উঁকি দিয়ে দেখছেন শিক্ষামন্ত্রী

ঢাকা: পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন সেজন্য আগেই জানিয়েছিলেন মন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় হলে প্রবেশ করলেন না। সেকারণেই আজ অতীতের সব রীতি পরিবর্তন করে হলে উঁকি দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়া দেখলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (৩ এপ্রিল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ রীতি ভেঙেন।

মন্ত্রী বলেছেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় অতীতের ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ একসঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে। 

সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হেঁটে বেড়িয়েছেন মন্ত্রী। কখনও জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছেন পরীক্ষার্থীদের। কখনো দরজার সামনে দাঁড়িয়েছেন। কর্তব্যরত শিক্ষকদের ডেকে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে।

এর আগে থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষাকেন্দ্র পরিদর্শদনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গী হয়েছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন। মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এবার ৮টি বোর্ডে সারাদেশে ২ হাজার ৪৪৫টি এবং বিদেশে ৭টি পরীক্ষাকেন্দ্রে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী অংশ নিয়েছে। গতবারের চেয়ে এবার ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী বেশি। ৩ এপ্রিল (রোববার) থেকে ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।