English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১০:২৮

তনু হত্যা: শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

ষ্টাফ রিপোর্টার
তনু হত্যা: শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সাংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার ধর্মঘট পালিত হচ্ছে। তবে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা’।

এর আগে, গত ২৭ মার্চ শাহবাগে অবরোধের পর তনুর খুনিদের গ্রেফতার-বিচার দাবিতে আজ রোববার ধর্মঘটের ডাক দেন সংগঠনটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যভুক্ত বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

একই দাবিতে আগামীকাল (৪ এপ্রিল) সোমবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।