English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ১৪:৪২

প্রতিবন্ধীরা অবহেলিত থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধীরা অবহেলিত থাকবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠী অবহেলিত থাকবে না। শনিবার সকালে ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠী জন্য সেরকম পরিবেশ করে দিব। এরা বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে। মেধা বিকাশের সুযোগ দিলে তারাও অনেক কিছু সমাজকে দিতে পারবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন ক্রিকেটসহ নানা খেলায় চ্যম্পিয়ন হয়ে আসছে। একসময় মানুষের কাছে তাদের হেয় হতে হতো। এখন সেই সুযোগ নেই। থাকা উচিত না। আমি প্রতিবন্ধীদের বানানো ছবি দিয়ে কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই। এদের মধ্যে যে সুপ্ত মেধা আছে তা বিকশিত করার সুযোগ করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, যখন এইসব প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বাবা-মা থাকবে না তখন রাষ্ট্র তাদের ব্যবস্থা করবে। এই সুযোগ তৈরি করছি। শুধু সরকারি প্রচেষ্টা নয় বরং বেসরকারি উদ্যোক্তাদেরও এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।