English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ১৪:১২

হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ

রাজধানীর হাজারীবাগে প্রবেশ করতে পারছে না কোনো কাঁচা চামড়া।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল শুক্রবার সকাল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, গতকাল থেকেই হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে করে চামড়া শিল্পের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

পাশাপাশি তিনি আরো বলেন, সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে আরো মাস দুয়েক সময় লাগতে পারে।

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে এ পর্যন্ত নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা সফল হয়নি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত ১০ জানুয়ারি ট্যানারি মালিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্যানারি স্থানান্তরে। এতে কাজ না হওয়ায় আবার ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এর মধ্যে কোনো ট্যানারি সাভারে স্থানান্তরে ব্যর্থ হলে তাদের প্লট বাতিলসহ সব সুযোগ-সুবিধা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।