English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১৬:১৮

মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‍খুলনা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।

নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার সকাল থেকে মংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে বন্দরের পণ্য খালাস-বোঝাই কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে ঘণ মেঘমালার কারণে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। সকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ার পর সাগর-সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।