English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১২:৪৫

‘অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে’

সাভার প্রতিনিধি:
‘অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

মামলাজট থেকে বিচার প্রার্থীদের ভোগান্তি থেকে রক্ষা করতে দেশে সান্ধ্যকালীন আদালত চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে সুপ্রীম কোর্ট আয়োজিত অর্ধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালার উদ্ধোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা আর মানবাধিকার রক্ষার জন্যে আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। আমরা যে কোন মূল্যে এই সংবিধানের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে।

প্রধান বিচারপতি আরো বলেন, ১৬ কোটি মানুষের দেশে বিচারক আছেন মাত্র ১৫’শ জন। তারপর আছে বিচারকক্ষের সল্পতা। ১৭৩ জন বিচারককে পালাক্রমে দায়িত্ব পালন করতে হয়। যে কারণে মামলা জটে আটকে রয়েছে ত্রিশ লাখ মামলা। এই মামলা নিষ্পত্তিতে আইনজীবী ও সরকারের সাড়া পাওয়া গেলে অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে বলেও জানান তিনি।

ইউএস এইডের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

এই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেন।